Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Circular
Details

গণবিজ্ঞপ্তি

এতদ্বারা মণিরামপুর উপজেলার সকল মৎস্যখামারী/ঘের মালিক/ পুকুর মালিক গণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিগত ২৬-১০-২০২২ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক এবং ভবদহ এলাকায় মৎস্য ঘের স্থাপন নীতিমালা-২০১৯ অনুযায়ী জলাবদ্ধতা নিরসন ও পরিকল্পিতভাবে মৎস্যঘের স্থাপনের কৌশল হিসেবে নিম্নবর্ণিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে-

 

১. যত্রতত্র অর্থাৎ সরকারি খাল, সরকারি জমি, নদীর পাড় ও নদীর মধ্যে ঘের স্থাপন করা যাবে না।

২. ঘের স্থাপন করতে হলে ঘের মালিককে নিজ খরচে বেড়ি/বাঁধ/ পাড় তৈরী করতে হবে।

৩. ঘেরের বাঁধের সাথে সরকারি রাস্তা থাকলে বাঁধের উচ্চতা রাস্তা অপেক্ষা কম হবে।

৪. পানি নিষ্কাশনের সুবিধার্থে প্রত্যেক ঘের মালিককে ঘেরের বেড়ি/বাঁধ/পাড়ের বাইরে কমপক্ষে ২.৫ ফুট করে জায়গা ছাড়তে হবে, অর্থাৎ উভয় ঘেরের পাড়ের মধ্যখানে কমপক্ষে ৫ ফুট জায়গা থাকবে যা পানি নিস্কাশনের জন্য ব্যবহৃত হবে।

৫. সরকারি রাস্তা, স্থাপনা এবং পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধকে ঘেরের বেড়ি বা বাঁধ বা পাড় হিসেবে ব্যবহার করা যাবে না এবং পানি নিষ্কাশনে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। এক্ষেত্রে রাস্তার পাশে ২.৫ ফুট জায়গা ছেড়ে পৃথক বেড়ি/বাঁধ/ পাড় তৈরী করতে হবে।

৬. মৎস্যঘের স্থাপনের ক্ষেত্রে জমির শ্রেণি পরিবর্তন করা যাবে না।

৭. ভবদহ এলাকার পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে।

৮. জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন অপদ্রব্য/বর্জ্য মৎস্যের খাবার বা ঘেরের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য অথবা অন্য কোন কারণে ব্যবহার করা যাবে না।

৯. পানির প্রবাহ এলাকায় কোন বক্সকালভার্ট নির্মাণ করা যাবে না।

১০. যেসকল ঘেরমালিক নদী, শাখা-নদী, খাল ও সরকারি খাসজমি দখল করে ঘের স্থাপন করবে তার/তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

    উপরিউক্ত বিষয়সমূহ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

                                                            

 

 

Publish Date
09/11/2022
Archieve Date
12/05/2024